ফতোয়া চেয়ে ইসলামিক ফাউন্ডেশন ঢাকায় আবেদন জমা দিয়েছিলাম; যা আপনারা আমার এ ব্লগে প্রকাশিত অতীতের পোস্টে দেখতে পেয়েছেন। আমি সে দরখাস্তে উল্লেখ করেছিলাম, আমাকে জ্বীনে ধরা বা পরী আমাকে আসর করা বিষয়ক এ ফতোয়া সমূহের উত্তর দিতে যদি আমার সাথে স্বাক্ষাতকারের প্রয়োজন পড়ে, তাহলে আমি প্রস্তুত রয়েছি।
আর তাই ফতোয়ার আবেদনের, অল্প কিছু দিন পর, ডিজি স্যারের অফিস সহকারী আমাকে ফোন করে বলেন, ডিজি স্যারের সাথে কথা বলে যেতে।
এরই প্রেক্ষিতে এক প্রত্যূষে দেখা করতে রওয়ানা হই এবং তার সাথে স্বাক্ষাতকার দিয়ে আবার ফিরে আসি।
স্বাক্ষাতকারে ডিজি স্যার বুঝতে পেরেছিলেন যে, আমাকে পরী বা জ্বীন আসর করেছে, যা আসলে সত্যি। এ প্রেক্ষিতে তিনি বললেন যে, বিয়ের অনুমতি পাবেন না। অবশ্য মুফতি সাহেবের সাথে কথা বলার ব্যবস্থা করলেন। ও মোটামুটি মূল্যায়ন করলেন।
এর বেশ কিছুদিন পর যখন বাড়ি থেকে স্যারের অফিসে কল করি, তখন মুফতি সাহেব স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, তারা এ ধরনের কোন প্রশ্নের উত্তর দেন না।
তো কথা হলো আমাকে পরী আসর করার বিষয়ে, আমি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি স্যারের সাথে দেখা করেছিলাম ও কথা বলেছিলাম এবং স্যার আমাকে বুঝতে পেয়েছিলেন যে, জ্বীন বা পরী আমায় গ্রাস করে আছে।
সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন। এবং সুন্দর থাকুন।
শষনটধঁ সপটনচ হফঠছ


0 Comments